
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে ইতিমধ্যেই। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। ৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে ফল। ত্রিমুখী লড়াই হতে চলেছে এই বছর। টানা তৃতীয়বার ক্ষমতা দখলের লক্ষ্যে নামবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ), ২৭ বছরের খরা মেটাতে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি, ২০১৩ সালের ফের ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেসও।
বিভিন্ন নির্বাচনে বুথফেরত সমীক্ষা প্রকাশ করে বিভিন্ন সংস্থা। সেই সমীক্ষা নিয়ে ফলপ্রকাশের আগে পর্যন্ত চলে কাঁটাছেঁড়া। বুথফেরত সমীক্ষার মতো আর একটি জায়গার ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে কৌতূহল রয়েছে মানুষের মনে। সেটি সাট্টা বাজার। এর মধ্যে বিখ্যাত ফালোদি সাট্টা বাজার। রাজস্থানের ফালোদি জেলায় রয়েছে এই সাট্টা বাজার। লোকসভা নির্বাচন ২০২৪ বা দেশের অন্যান্য নির্বাচনের সময় সকলের নজর থাকে এই সাট্টা বাজারে। সাট্টা কারবারিদের মতে, ফালোদি বাজারের ভবিষ্যদ্বাণী অধিকাংশ সময়ই মিলে যায়। সাফল্যের হার ৮০-৮৫ শতাংশ।
দিল্লির বিধানসভা নির্বাচনে মোট আসন ৭০টি। জাদুসংখ্যা ৩৬। কী বলছে ফালোদি সাট্টা বাজার? একদা ক্ষমতায় থাকা কংগ্রেসের শিঁকে এ বছরও ছিড়েবে না বলে মনে করছে সাট্টা বাজার। ৬০ আসনের নির্বাচনে মাত্র ৩টি আসনে জয় পেতে পারে বলে মনে করা হচ্ছে। ১৯৯৩ সালে শেষ বার দিল্লির ক্ষমতায় ছিল বিজেপি। ২০২৪-এ দিল্লির ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। একনাগাড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৮টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। ২০১৫ সালে সেই সংখ্যা ছিল ৩। ফালোদি-র পূর্বাভাস এ বারের নির্বাচনে ২৫ থেকে ৩৫টি আসন পেতে পারে বিজেপি। জাদুসংখ্যার আগেই থামতে হতে পারে কেন্দ্রের শাসকদলকে।
বর্তমানে ক্ষমতাসীন দল আপের দিকেই ঝুঁকে আছে ফালোদি সাট্টা বাজার। ২০১৫ সালে ৬৭টি আসনে জিতেছিল আপ। ২০২০ সালে সেই সংখ্যাটি ছিল ৬২। ২০২৫-এ সেই সংখ্যার বহু আগেই আপ-কে থামতে হবে বলে মনে করা হচ্ছে। সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী, ৩৭ থেকে ৩৯টি আসনে জয়লাভ করতে পারে আপ।
সাট্টা বাজার ভারতের আইনের চোখে বেআইনি। তবে তাতে পিছপা হন না বুকিরা। নিয়মের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে এই সব সাট্টা বাজারের কারবার। প্রশাসনের নাকের ডগায় বুকিরা বুক ফুলিয়ে চালিয়ে চলেছেন বাজি ধরার খেলা। এই সাট্টা বাজারকে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে, সেখানে প্রতি দিন কোটি কোটি টাকার কারবার চলে। সাট্টা বাজারের পূর্বাভাস যা-ই হোক না কেন, দিল্লির ক্ষমতায় কে আসতে চলেছেন তা স্পষ্ট হবে ৮ ফেব্রুয়ারি। এই বাজারের ফলাফলের কোনও বৈজ্ঞানিক ভিত্তিও নেই। কোনও ভাবেই এটা জনমত সমীক্ষা নয়। এই বাজারের ফলাফলের সঙ্গে আজকাল ডট ইনের কোনও সম্পর্ক নেই।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের